Daily

যুক্তরাজ্যে ক্রিপ্টোকারেন্সি পরিষেবা নিয়ে হাজির হতে চলেছে পেপাল। এই প্রথম যুক্তরাষ্ট্রের বাইরে প্রথম ক্রিপ্টোকারেসি পরিষেবায় লেনদেন চালু করতে চলেছে পেপাল।
চলতি সপ্তাহ থেকেই যুক্তরাজ্যে এই পরিষেবা চালু করতে চলেছে এই আর্থিক সংস্থা। কাজেই খুব শীঘ্রই যুক্তরাজ্যের গ্রাহকরা পেপ্যালে বিটকয়েন ক্রয়, বিক্রয় এবং সংরক্ষণ করতে পারবে। এছাড়াও ডিজিটাল কয়েন ব্যবহার করে গ্রাহকরা যাতে তাদের নেটওয়ার্ক, বিক্রেতার কাছ থেকে কেনাকাটা করতে পারেন, সে সুবিধাও নিয়ে আসছে এই প্রতিষ্ঠানটি।
এই পরিষেবার মাধ্যমে, নতুন সম্পদ শ্রেণিতে তাদের এই এন্ট্রি বৈশ্বিকভাবে ভার্চুয়াল কয়েনের ব্যবহারে উৎসাহ যোগাবে বলে মনে করছে সংস্থা। আবার কর্পোরেশন ও কেন্দ্রীয় ব্যাংকে যাতে তৈরি করা যেতে পারে এমন ডিজিটাল কারেন্সির জন্যও তাদের নেটওয়ার্ককে প্রস্তুত করবে পেপাল। ভবিষ্যত বৈশ্বিক অর্থ ও বাণিজ্যে যাতে ডিজিটাল কারেন্সি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, সে বিষয়ে নজর দিয়ে আরও নিবিড়ভাবে দায়িত্ব পালন করতে তারা প্রতিজ্ঞাবদ্ধ।
ব্যুরো রিপোর্ট