Prime
Daily
দাবি মেটায়নি কর্তৃপক্ষ, ফের ধর্মঘটের পথে পেট্রোল পাম্পগুলি
By sanchitabpn21 | August 29, 2021
Daily
দাবি মেটায়নি কর্তৃপক্ষ, ফের ধর্মঘটের পথে পেট্রোল পাম্পগুলি। জট কাটতে না কাটতেই ফের ধর্মঘটে সামিল হতে চলেছে পেট্রোল পাম্পগুলো।
আশ্বাস দেবই ছার। এখনও পর্যন্ত তাদের দাবি মেটায়নি কর্তৃপক্ষ। আগামী ৩১ শে আগস্ট থেকে ফের ধর্মঘটের পথেই হাঁটছে, পেট্রোল পাম্প ডিলার্স অ্যাসোসিয়েশন। কাজেই ব্যাহত হতে পারে বাংলা জুড়ে পেট্রোল পরিষেবা।
শনিবার থেকে মৌরিগ্রামে তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে, বলে জানা গিয়েছে। যার সরাসরি প্রভাব পড়বে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ার একাংশ তেল পরিষেবাতে।
ব্যুরো রিপোর্ট