Market

অব্যাহত জ্বালানির মূল্যবৃদ্ধি। শনিবার পেট্রোলের দাম কলকাতায় ছাড়িয়ে গেল ১০২ টাকা। চলতি মাসে এই নিয়ে ১০ বার বাড়ল পেট্রোলের দাম। একই সঙ্গে বেড়েছে ডিজেলের দামও। যা দেখে কার্যত হতাশ আমজনতা।
অতিমারির এই দুটো বছর এমনিতেই বহু মানুষের জীবন বিধ্বস্ত করে দিয়েছে। কেউ হারিয়েছেন চাকরি, কারুর শেষ হয়ে গিয়েছে জমানো পুঁজি, কারুর সংসারে নেমেছে বেকারত্বের ছায়া। সবমিলিয়ে মোটের ওপর সাধারণ মানুষের জীবন যথেষ্ট কঠিন হয়ে পড়েছে। এরই মধ্যে পেট্রোলের দাম ৩৪ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ১০২ টাকা ৮ পয়সায় এবং ডিজেলের দাম ২১ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৯৩.০২ টাকা। মূল্যবৃদ্ধির এই চোখরাঙানির কারণে আজ রীতিমত নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। কারণ তেলের দাম বৃদ্ধি পাওয়ায় নিত্য প্রয়োজনীয় পণ্য যথেষ্ট ছ্যাঁকা দিচ্ছে। ফলে ড্যামেজ কন্ট্রোলের কোন জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না।
তবে মূল্যবৃদ্ধির কোপে শুধু বাংলাই নয়। বিহার, ওড়িশা থেকে দিল্লি, রাজস্থান, তেলেঙ্গানা, মহারাষ্ট্রের মত বিভিন্ন রাজ্যে পেট্রোল-ডিজেল কার্যত ঝোড়ো ব্যাটিং করছে। যা সামলাতে গিয়ে রীতিমত নাভিশ্বাস উঠছে গোটা দেশবাসীর।
ব্যুরো রিপোর্ট