Market

নতুন বছরের শুরুতেই আবারো জোর ধাক্কা জুটতে চলেছে আম আদমির কপালে। সেই পেট্রপন্য কে কেন্দ্র করে। এ যেন অনেকটা একে রামে রক্ষে নেই সুগ্রীব তার দোসর গোছের অবস্থা।
করোনার তৃতীয় ঢেউয়ের মধ্যেই সবার অলক্ষে প্রতিদিন একটু একটু করে আন্তর্জাতিক বাজারে বাড়ছে ব্যারেল প্রতি অপরিশোধিত কাঁচা তেলের দাম। যা রীতিমত ঘুম কেড়ে নিচ্ছে আম জনতার। কারন কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালের অক্টোবর ত্রৈমাসিকে ডিসেম্বর মাসেই দেশে বেরজগারির হার ছিল সবথেকে বেশি। এর মধ্যে নতুন বছরের শুরুতে বিশ্ববাজারে অপরিশোধিত কাঁচা তেলের দাম গিয়ে দাঁড়াল ব্যালের প্রতি ৮০ ডলার। যা কিনা ভারতীয় মুদ্রায় ৫ হাজার ৯৪৫ টাকা।
বিশ্ববাজারে কাঁচা তেলের এই ওঠানামাতেই চক্ষু চড়কগাছ আম আদমির। তাহলে কি ফের বাড়তে ছলেছে জ্বালানির দাম? কারন অভিজ্ঞতা বলছে, বিগত দিনগুলিতে বিশ্ববাজারে কাঁচা তেলের ব্যারেল প্রতি দাম কম থাকলেও ভারতের মত দেশে সেভাবে কমেনি জ্বালানির দাম। এমনকি কেন্দ্রীয় সরকার গত বছরে আমদানি শুল্ক কমালেও তার ছিটেফোটা প্রভাব পড়েনি দেশীয় তেলের বাজারে।বরং প্রতিদিনই বেড়েছে পেট্রোপণ্যের মূল্য ।
এখনতো ছবিটা উল্টো বিশ্ববাজারে। ব্যারেল প্রতি অপরিশোধিত কাঁচা তেলের দাম অপেক্ষাকৃত বেশ চড়া। চলতি বছরে এর জেরে জ্বালানির দাম বাড়বে কিনা তা নিয়েই প্রশ্ন তুলছেন ওয়াকিবহাল মহলের একাংশ। এমনিতেই কলকাতায় একটানা ৬৪ দিন নিজের দাপট অব্যাহত রাখল পেট্রোপণ্য। এখন করোনার বাজারে কার পাল্লা কতটা ভারী হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন আমজনতা।
ব্যুরো রিপোর্ট
বিজনেস প্রাইম নিউজ