Daily

ভিক্টোরিয়ার সামনে থেকে ময়দানের পাশ দিয়ে রেড রোড ধরে ঘোড়ার গাড়িতে চেপে সিনেম্যাটিক সফরের দিন বোধ হয় এবার শেষ। অবিলম্বে ঘোড়ার গাড়ি বন্ধের দাবি জানিয়েছে পেটা বলে একটি সংস্থা। এই মর্মে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছে তারা।
যত্নের অভাবে ঘোড়ার গাড়ির ঘোড়াগুলির স্বাস্থ্য সংকট দেখা দিয়েছে। ঠিক মতো খেতে দেওয়া হয় না তাদের। উপরন্তু নির্দিষ্ট ওজনের চেয়ে ভারী ওজনের গাড়ির ভার তাদের উপর চাপানো হয়। ফলে বেশ কঠিন অবস্থায় দিন কাটায় এই ঘোড়াগুলি। আর তাই ঘোড়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করে পেটা।
বম্বে হাইকোর্টের একটি রায় তুলে ধরে সংস্থাটি জানায় যে ইতিমধ্যেই ঘোড়ার গাড়ির সফরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু আদালতের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অবাধে কলকাতার রাস্তায় চলছে ঘোড়ার গাড়ি। তাই অবিলম্বে এ নিয়ে শুনানি দেওয়ার জন্য যাবতীয় তথ্য রাজ্যকে হলফনামা দিয়ে আগামী ১৮ জানুয়ারির মধ্যে জানানোর নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।
তবে ঘোড়ার গাড়ি বন্ধ হলে তার সাথে যুক্ত এতগুলো মানুষের পেট চলবে কিভাবে? সে বিষয়ে কিছুই বলেনি হাইকোর্ট।
ব্যুরো রিপোর্ট