Prime
Daily
চাইল্ড ভ্যাকসিনেশন ট্রায়ালে ছাড়পত্র কেন্দ্রের
By Business Prime News | June 7, 2021
Daily
আসতে চলেছে করোনার তৃতীয় ঢেউ। আরও বড় আকার নিতে পারে করোনা সংক্রমণের ভয়াবহতা। আক্রান্ত হওয়ার সম্ভাবনা শিশুদের বেশি। হুঁশিয়ারি দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে টিকাকরণ হলে ত্রাসে রাশ টানা যাবে বলে মনে করছেন চিকিৎসকরা।
আজ সোমবার থেকে দিল্লির AIIMS হাসপাতালে কোভ্যাক্সিনের ট্রায়াল রান শুরু করার পরিকল্পনা শিশুদের উপর। দিন কয়েক আগেই পাটনার AIIMS হাসপাতালে শুরু হয়েছিল এই কর্মসূচি। গত ১৩ মে শিশুদের উপর টিকাকরণ ট্রায়ালের সবুজ সংকেত দেন কেন্দ্রীয় সরকার। তবে ভারতে অনুমোদন পাওয়া তিনটে টিকাই প্রয়োগে নিষেধাজ্ঞা রেখেছে কেন্দ্র।
যুক্তরাষ্ট্র, চীন ভারতসহ অনেক দেশেই শুরু হয়েছে চাইল্ড ভ্যাকসিনেশন কর্মসূচি। তবে এগিয়ে আসছে না অনেক দেশ। টিকাকরণ এর গুরুত্ব বুঝে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন একাধিক বিশেষজ্ঞ।
ব্যুরো রিপোর্ট