Prime
Daily
বাইক ঠেলে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ
By Business Prime News | June 24, 2021
Daily
১০০ টাকা ছুঁই ছুঁই পেট্রোল ডিজেলের দাম। এবার এই জ্বাল
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পথে নামল বাঁকুড়া জেলার সি আই টিউ শালতোড়া ব্লক সম্বন্বয় কমিটি।
পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এদিন তিলুড়ি অঞ্চলের কাশিহিড় মোড়ে পেট্রোল পাম্পের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ দেখান।
সি আই টিউ সদস্যরা বাইক ঠেলে ঠেলে পেট্রোল পাম্প পর্যন্ত নিয়ে যাওয়ার মাধ্যমে অভিনব উপায়ে প্রতিবাদ করে । পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির জন্য বাজারে এখন অনেক পণ্যের দাম বেড়েছে। এজন্য কেন্দ্রকে দায়ী করেছেন সি আই টিউ নেতৃত্ব। সাথে সাথে কেন্দ্রের বিজেপি সরকারের একাধিক নীতির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
আজকের এই কর্মসূচি তে উপস্থিত ছিলেন সি আই টিউ বাঁকুড়া জেলা সম্পাদক সৌমেন্দু মুখার্জী সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ।
আব্দুল হাই, বাঁকুড়া