Daily

পেট্রোলের সাথে কেরোসিন মেশানোর অভিযোগে ভাঙচুর করা হলো দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলার একটি নামী পেট্রোল পাম্প। পেট্রোল ও ডিজেলের সাথে কেরোসিন মিশিয়ে শতাধিক গাড়ি চালানোর অভিযোগ ওঠে ওই পেট্রোল পাম্পের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পরে উত্তেজিত জনতা থেকে গাড়িচালক।
পেট্রোল পাম্প থেকে কেনা তেল ওই পেট্রোল পাম্পে ফেলে প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা। বালুরঘাট পৌরসভার বিশ্বাসপাড়া এলাকায় পৌরসভার রাস্তার উপর অটো লাগিয়ে অবরোধ করে বিক্ষোভকারীরা। জেলা প্রশাসনকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবিতে অনড় তারা।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জেলা আঞ্চলিক পরিবহন দপ্তরের আধিকারিক অমিয় কুন্ডু। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। অন্যদিকে, এই একই ঘটনায় নাম জড়ায় বুনিয়াদপুরের একটি নামী পেট্রোল পাম্পের। সেখানে,জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ চালায় উত্তেজিত জনতা। ইতিমধ্যেই এলাকায় যথেষ্ট চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
শিবশঙ্কর চ্যাটার্জী , দক্ষিণ দিনাজপুর