Market
সোনা কেনার মত চাহিদা আগেই তৈরি হয়েছিল। কিন্তু লকডাউন এবং অতিমারি মানুষের অর্থনৈতিক অবস্থাকে একেবারে ভেঙেচুরে দেয়। ফলে স্বর্ণব্যবসায়ীদের মাথায় পড়ে বজ্রাঘাত। কিন্তু দেখা যাচ্ছে, যত এগিয়ে গিয়েছে দিন, পরিস্থিতি যেই স্বাভাবিক হতে শুরু করেছে তারপরেই ক্রেতাদের মধ্যে আবারও চাগাড় দিয়ে উঠেছে সোনার গয়না কেনার হিড়িক।
ব্যবসায়ীরা বলছেন, গত বছরে সোনার বিক্রি একেবারে তলানিতে এসে নামলেও এই বছর কিন্তু সেই মেঘ কেটেছে অনেকটাই। তার অন্যতম প্রধান কারণ সোনার দামের রেকর্ড পতন। সামনে উৎসবের মরশুম শুরু হওয়ার কারণে অনেকেই আবার আগে থেকে সোনা কিনে রাখার আগ্রহ দেখাচ্ছেন।
এই অগস্টে সোনার আমদানি পৌঁছে গিয়েছে ১২১ টনে। ভারতীয় মুদ্রায় প্রায় ৪৬ হাজার কোটি টাকা। এদিকে সোমবারেও সোনার দাম অনেকটা কম থাকার কারণেই স্বর্ণব্যবসায়ীরা মনে করছেন এই সেপ্টেম্বরে আরো ৪০ টন সোনা আমদানি করা সম্ভব। বাজারে হলুদ ধাতুর এই রমরমা যেন অনেকটাই স্বস্তি এনে দিল ক্রেতা থেকে বিক্রেতা সকলকেই।
ব্যুরো রিপোর্ট