Market
বি পি এন ডেস্ক: করোনার প্রকোপ এড়াতে টনক নড়েছে আমজনতার। তাই অতিমারি পর্বে বৃদ্ধি পেয়েছে বাড়িতে তৈরি বিভিন্ন ভেষজ মিশ্রণের পাশাপাশি রেডিমেড প্রোডাক্টের। তালিকায় রয়েছে মধু, চ্যবনপ্রাশ সহ বিভিন্ন দুগ্ধজাত খাবারের। কোভিড পরিস্থিতিতে এফএমসিজি সেক্টরে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির প্রোডাক্টগুলোর চাহিদা ২০২০ সালে বেড়েছে ১৩.৫%। এই সংখ্যাটা ২০১৯’এ ছিল মাত্র ৩.৯ শতাংশে। হলুদের প্রতিরোধ ক্ষমতা অন্যান্য ভেষজ ওষধির থেকে বেশি। ফলে চাহিদা বাড়ার পাশাপাশি পাঁচ গুণ বিক্রি বেড়েছে হলুদ গুঁড়োর। একইভাবে চাহিদা বেড়েছে চ্যবনপ্রাশের। যেখানে ২০১৯ সালে বাজারে চ্যবনপ্রাশের চাহিদা ছিল মাত্র ৫% এর ওপরে, সেখানে ২০২০ সালে চাহিদা বৃদ্ধি পেয়েছে ১৩২%। একইভাবে চাহিদা বেড়েছে মধু’র। সমীক্ষা বলছে ৯১% ভারতীয় কোভিড পরিস্থিতিতে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন আয়ুর্বেদিক বা ভেষজ দ্রব্যের দিকে ঝুঁকেছেন। অতিমারিতে প্রথম থেকেই স্বাস্থ্যের দিকে সচেতন হবার পরামর্শ দিচ্ছিলেন চিকিৎসকেরা। তাই কোভিডের ধাক্কা সামলাতে স্বাস্থ্য সচেতন সাধারণ মানুষের ভরসা জুগিয়েছে এই সকল ভেষজ দ্রব্যই।