Market
সংসার খরচ সামলানোর পর থাকছে না একগুচ্ছের চ্যানেল বদলানোর সুযোগ। অনীহা নয় বাধ্যবাধকতা। এমনিতেই এখন বহু মানুষের জীবনে নেমেছে বেকারত্ব, তারপর তো মূল্যবৃদ্ধি রয়েছেই। যে কারণে সংসারের অত্যাবশ্যক খরচ বেড়েছে অনেকটাই। তাই কেবল পরিষেবা কাটছাঁট করার দিকে এগোচ্ছেন অধিকাংশ গ্রাহক। আর যে কারণে কেবল পরিষেবার সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের কপালে পড়ছে চিন্তার ভাঁজ।
লোকাল কেবল টিভি অপারেটরদের দাবি, ২৫-৫০% গ্রাহক বর্তমানে পরিষেবা নেওয়া একেবারে বন্ধ করে দিয়েছেন। আর নাহলে কম দামি প্যাকেজের দিকে ঝুঁকেছেন। ফলে ক্ষতির মুখ দেখতে হচ্ছে তাঁদের। কারণ এমনিতেই স্মার্ট ফোন আর স্মার্ট টিভির দৌলতে হোঁচট খেয়েছে কেবল টিভি পরিষেবা। অতিমারিতে সেই ধাক্কাই যেন আরও কিছুটা জোরালো হল।
সম্প্রতি একটি সমীক্ষা থেকে জানা গিয়েছে, শহরের যত সংখ্যক গ্রাহক কেবল পরিষেবা পাওয়ার জন্য ২৫০-৩০০ টাকা খরচ করতেন, তাঁদের অধিকাংশই আজ বন্ধ করে দিয়েছেন সেই পরিষেবা। অনেকে আবার ৩০০-৪০০ টাকার কম প্যাকেজের দিকেও ঝুঁকছেন। তবে সবচেয়ে বেশি এই পরিষেবা ব্যহত হয়েছে গ্রামাঞ্চলে। আর যে কারণে রাজ্যে অব্যবহৃত সেট টপ বক্সের সংখ্যা ছুঁয়েছে ৫০ শতাংশে।
অতিমারির প্রভাব পড়েছে প্রত্যেকটি ক্ষেত্রে। ঘরবন্দি হবার পর মানুষের বিনোদন এককথায় উধাও হয়ে গিয়েছে। তার সঙ্গে ডিজিটাল দুনিয়ার আধিপত্য অনেকটাই বেড়েছে। সেদিক থেকে কেবল টিভি ব্যবসায়ীরা আশা করেছিলেন তাঁরাও এই কঠিন সময়ে লক্ষ্মীলাভ করবেন। কিন্তু আদতে হল উল্টো। সংসার খরচ সামলানোর পর একটু বেশি টাকা খরচ করে চ্যানেল দেখার আশা হারাচ্ছেন গ্রাহকেরা। ফলে সমস্যায় কেবল টিভি ব্যবসায়ীরা।
ব্যুরো রিপোর্ট