Daily

রাজ্যের মানুষ আতঙ্কিত। শিলিগুড়ি গেস্ট হাউজে সাংবাদিক বৈঠক করে এই কথাই জানালেন রাজ্যপাল জগদীপ ধনকর।
নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে ইতিমধ্যেই রাজ্যে বেশ কয়েকবার পা ফেলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রদফতরের প্রতিনিধি দল। বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছে হিংসার ছবি। তদন্তের আশ্বাসও দিয়েছে। এবার সেই একই পথে হাঁটলেন রাজ্যপাল স্বয়ং। শীতলকুচির পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যপাল উপস্থিত হয়েছিলেন কোচবিহারে। সেখানে কথা বলার পর শুক্রবার সকালে পৌঁছন শিলিগুড়ি গেস্ট হাউজে। তারপরেই রাজ্য সরকারের প্রতি ক্ষোভ উগরে দেন।
তিনি জানিয়েছেন, রাজ্যের মানুষ ভীত অবস্থায় রয়েছে৷ মানুষ রাজ্যের পুলিশকে দেখে ভয় পাচ্ছে অন্যদিকে পুলিশ শাসক দলের নেতাদের ভয় পাচ্ছে। একইসঙ্গে তিনি জানান, রাজ্যে ভ্যাকসিনের কোন ঘাটতি তৈরি হয়নি।
উৎপল পোদ্দার, শিলিগুড়ি