Prime
Daily
মানুষের পাশে কন্ট্রোল রুম, মুখ্যমন্ত্রীকে সাধুবাদ গ্রামবাসীর
By Business Prime News | May 26, 2021
Daily
আম্ফানের অভিজ্ঞতাকে সাক্ষী করে ইয়াস আসার আগেই রাজ্যকে সম্পূর্ণভাবে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত থেকে ব্লকের প্রশাসনিক আধিকারিকদের প্রত্যেককেই সজাগ থাকার নির্দেশ তাঁর দেওয়া ছিল। এবার সেই মতই ইয়াস মোকাবিলায় প্রস্তুত বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিশুন্ডা পঞ্চায়েত।
গতকাল থেকে ২৪ ঘণ্টা খোলা রয়েছে এই কন্ট্রোল রুম। বিপদে আপদে মানুষকে পরিষেবা দিতেও তারা প্রস্তুত। কন্ট্রোল রুমের এই তৎপরতার সঙ্গে মানুষের পাশে দাঁড়ানোর প্রক্রিয়াকে সাধুবাদ জানিয়েছেন অনেকে। গ্রামবাসীরা জানিয়েছেন, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইয়াস মোকাবিলায় যে উদ্যোগ নিয়েছেন তা সত্যিই প্রশংসার যোগ্য। এলাকার মানুষের পাশে একনাগাড়ে দাঁড়িয়ে রয়েছে কন্ট্রোল রুম।
আব্দুল হাই, বাঁকুড়া