Market
নোট বাতিলের সিদ্ধান্তকে যুগান্তকারী পদক্ষেপ বলে মেনে এসেছে কেন্দ্র। ৫০০ এবং ১০০০ টাকা নোট বাতিলের কারণ হিসেবে মোদী সরকার জানিয়েছিল, এই পদক্ষেপ নেওয়ার জন্য একদিকে যেমন আটকানো যাবে কালো টাকা তেমনি বাড়ানো হবে ডিজিটাল লেনদেন। কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের সাম্প্রতিক তথ্য বলছে, অতিমারি পরিস্থিতিতে ডিজিটাল লেনদেন যেমন বেড়েছে, তেমনি আবার নগদের ব্যবহারও বাজারে একটানা বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে উঠছে অনেক প্রশ্ন। এবার তার উত্তর দিতেই আসরে নামল মোদী ক্যাবিনেট।
কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিজিটাল ভারত গড়ার স্বপ্ন দেখেছেন। যে কারণেই ডিজিটাল লেনদেনের উপর ভরসা রেখে এসেছেন তিনি। তবে মোদীর স্বপ্নে অনেকটাই জ্বালানি দিয়েছে সাধারণ মানুষ। কারণ ডিজিটাল লেনদেনের ব্যবহার দেশে অনেকটাই বেড়েছে। আবার পাশাপাশি এটাও ঠিক যে, অতিমারি পরিস্থিতির জন্য দেশের বড় অংশের মানুষ ভরসা রেখেছেন নগদের উপরেই। গোটা বিশ্বেই নগদের ব্যবহার এই সময় বাড়ে। অনিশ্চয়তার জাঁতাকলে পড়ে মানুষের বড় ভরসার জায়গা ধরে রেখেছে এই নগদ। তাই ডিজিটাল নির্ভর লেনদেনের চেয়েও মানুষের আশাবৃদ্ধি করেছে কাগজের নোট। তবে মোদী সরকার আশাবাদী, পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। ফলে আবারো বাড়বে ডিজিটাল লেনদেন। অন্যদিকে অনেকটাই কমে আসবে কাগজের নোটের উপর নির্ভরতা।
ব্যুরো রিপোর্ট