Daily

অতিমারির আবহে মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে ভয়, বেড়েছে হাসপাতালে ভ্যাকসিন নেওয়ার ভিড়।তবে না আছে সামাজিক দুরত্ববিধির বালাই, না আছে নির্দিষ্ট সময়ানুবর্তিতা। সালানপুর ব্লকের পিঠাকেয়ারী স্বাস্থ্য কেন্দ্রের ছবিটা ঠিক এমনই। কোভিড ভ্যাকসিন নেওয়াকে কেন্দ্র করে তাই বিক্ষোভে ফেটে পড়লো সাধারন মানুষজন।
সাধারণ মানুষের অভিযোগ কোনো নিয়ম মানা হচ্ছে না হাসপাতালে। গতকাল ভ্যাকসিন নিতে এসে ভ্যাকসিন না নিয়ে বাড়ি ফিরে যেতে হয় অনেককেই। প্রায় সকাল ১১টায় খোলা হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র।তার উপরে শুরু হয়েছে লম্বা লাইন। এই অনিয়মের জেরে মঙ্গলবার সকালে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষজন
পরে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন তৃণমূল কংগ্রেসের ব্লকের সাধারণ সম্পাদক ভোলা সিং। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সকলকে ভ্যাকসিন নেওয়ার ব্যাবস্থা করবেন বলে আশ্বস্ত করেন তিনি।
সৌমিত্র গাঙ্গুলী, আসানসোল