Daily

গ্রীষ্মের দাবদাহে প্রাণ ওষ্ঠাগত। তবু পানীয় জলের হাহাকার কমছে না বাঁকুড়া জেলার বড়জোরা ব্লকের হাট আশুড়িয়া গ্রামে। বার বার অনুরোধ করা সত্ত্বেও মেলেনি সাহায্য ।
গত সাত আট দিন ধরে পানীয় জল সরবরাহে ভাটা পড়ায় আজ সকাল ৯ টা থেকে পর্যাপ্ত পানীয় জলের দাবিতে হাত আশুড়িয়া গ্রামে সরালি মোড়ে অবরোধে বসলো গ্রামবাসী। এই মুহূর্তে রোজা চলায়, সমস্যায় পড়তে হয়েছে গ্রামবাসীদের। যে কলগুলি রয়েছে তা থেকেও জল আসছে না বলে অভিযোগ করলেন গ্রামবাসী।
অন্যদিকে, অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয়েছে ওই অঞ্চলে। স্বভাবতঃই, জল সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা এই অবরোধে অনড় থাকবে বলেই জানা গিয়েছে গ্রামবাসী সূত্রে।
আব্দুল হাই, বাঁকুড়া, বিজনেস প্রাইম নিউজ।