Trending

নিখরচায় মহাকাশ ভ্রমণ। আর মহাকাশে ভ্রমণের স্বপ্ন পূরণ করতে চলেছে ব্রিটিশ স্পেস টুরিজম সংস্থা ভার্জিন গ্যালাকটিক। এতদিন যেখানে শুধুমাত্র প্রশিক্ষণপ্রাপ্ত মহাকাশচারীরাই যেতে পারতেন, এখন থেকে সাধারণ মানুষও বঞ্চিত হবেন না মহাকাশ থেকে নীল গ্রহকে উপভোগ করা থেকে।
তার জন্য অংশ নিতে হবে একটি প্রতিযোগিতায়। আর যদি আপনি এই প্রতিযোগিতায় জিতে যান, তাহলে আপনার সঙ্গে আরেকজন যাওয়ার সুযোগ পাবেন সেখানে। তবে খেয়াল রাখতে হবে সেক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮-র বেশি।
ভার্জিন গ্যালাকটিকের যানে চেপে মহাকাশ যাত্রার জন্য প্রথমে omaze.com/space ওয়েবসাইট খুলতে হবে। তারপর আবেদন জানাতে হবে। এখানে দুভাবেই আবেদন জানানো সম্ভব। কেউ চাইলে আর্থিক সাহায্য করতে পারেন, কেউ নাও করতে পারেন। তবে আর্থিক সাহায্য করলেও মহাকাশ সফরের সম্ভাবনায় তা একটুও ফুয়েল জোগাবে না। এরপর ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিন।
একজন সর্বোচ্চ ৬,০০০ বার নিজের নাম এন্ট্রি করাতে পারেন। যত বেশি এন্টি হবে, ততই জেতার সম্ভাবনা বাড়বে। প্রসঙ্গত উল্লেখ্য যে সকল দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের রোষ নজরে রয়েছে, তারা কিন্তু এই সফরে জায়গা পাবেননা। তার মধ্যে উল্লেখযোগ্য হল- আফগানিস্তান, চিন, পাকিস্তান, মিশর, বাহামা, বেলজিয়াম, পেরু, সিরিয়া, তানজানিয়া, ভেনেজুয়েলা, ত্রিনিদাদ টোবাগো, ইউক্রেন, জিম্বাবুয়ে ছাড়াও আরও বেশ কয়েকটি দেশ।
ব্যুরো রিপোর্ট