Market
একে নেমেছে বিক্রি তার উপর জিএসটির থাবা। আর এই জোড়া আক্রমণ উদ্বেগে রাখছে পেন প্রস্তুতকারক সংস্থাগুলিকে। তাই সরকারের কাছে পেন প্রস্তুতকারক সংস্থাগুলি জিএসটি কমানোর আবেদন জানিয়েছে।
কেন্দ্রীয় সরকার জিএসটি চালু করলে প্রত্যেকটি পেন প্রস্তুতকারক সংস্থাগুলি সেই আওতায় চলে আসে। ফাউন্টেন পেন এবং স্টাইলোগ্রাফি পেনের উপর আগে থেকেই ছিল ১৮% জিএসটি। অন্যদিকে বল পয়েন্ট পেনের উপর ধার্য করা হয়েছিল ১২% জিএসটি।
সম্প্রতি কেন্দ্রীয় সরকার প্রতিটি পেনের ক্ষেত্রেই ১৮% জিএসটি বসানোর সিদ্ধান্ত নেয়। তার ফলে কার্যত চিন্তায় পড়ে গিয়েছে পেন প্রস্তুতকারক সংস্থাগুলি। কারণ বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, যে সকল পেনের দাম অপেক্ষাকৃত কম সেই সকল পেনের উপর জিএসটি বসলে এক ধাক্কায় বেশ কিছুটা দাম বাড়বে পেনগুলির। ফলে বিক্রি কমার আশঙ্কা অমূলক নয়।
এমনিতেই অতিমারির সময় পেনের ব্যবসা ভালোরকম ধাক্কা খায়। স্কুল, কলেজ, অফিস বন্ধ থাকায় পেনের বিক্রি অনেকটাই তলানিতে নামে। তার উপর যদি আবার জিএসটির থাবা এসে এভাবে পড়ে, তাহলে বাজার ধরার জন্য পেন প্রস্তুতকারক সংস্থাগুলিকে যথেষ্ট বেগ পেতে হবে। সমস্যা তৈরি হবে পেন বিক্রিতে। এখন দেখার পেন প্রস্তুতকারক সংস্থাগুলির আবেদন সরকার কিভাবে গ্রহণ করবে।
ব্যুরো রিপোর্ট