Daily
প্রয়াত পিয়ারলেস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সুনীল কান্তি রায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। বেশ কিছুদিন ধরেই বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। তারপর রবিবার রাতে প্রয়াত হন এস.কে.রায়।
১৯৩২ সালে পিয়ারলেস গ্রুপের যাত্রা শুরু হয়েছিল রাধাশ্যাম রায়ের হাত ধরে, ওপার বাংলার নারায়ণগঞ্জ থেকে। তারপর ১৯৩৫ সালে সংস্থাটি পুরোপুরিভাবে চলে আসে কলকাতায়। ১৯৬০ সাল নাগাদ রাধাশ্যাম রায়ের মৃত্যু হলে প্রতিষ্ঠানের হাল ধরেন তাঁর বড় ছেলে বিকে রায়। ১৯৮৫ সালে বিকে রায় প্রয়াত হলে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন সুনীল কান্তি রায়। ১৯৯০ সালে জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগ দেন তিনি এবং ১৯৯৬ সালে যোগ দেন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে। এরপর পেরিয়ে গিয়েছে অনেকগুলো বছর। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বঙ্গ ব্যবসার জগতে আজ পিয়ারলেস গ্রুপ একটি অপ্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান। হসপিটালিটি, হেলথ কেয়ার এবং রিয়াল এস্টেট সেক্টরে পিয়ারলেস গ্রুপ আজ বঙ্গ ব্যবসার ছবিটাকে ক্রমশই উজ্জ্বল করছে। বর্তমানে পিয়ারলেস গ্রুপের টার্নওভার ২৫০০ কোটি টাকা। ব্যবসার জগতে উল্লেখযোগ্য অবদানের জন্য ১৯৯৩ সালে সুনীল কান্তি রায় পেয়েছিলেন রাজীব গান্ধী স্মৃতি পুরস্কার। ২০০৯ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়।
তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর প্রয়াণে শেষ হল এক সোনালি অধ্যায়ের। শূন্যতা তৈরি হল বাংলার ব্যবসায়।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ