Daily

১৯৩২ সালে ব্যবসায়ী জগতে তাদের পথ চলা শুরু করে পিয়ারলেস গোষ্ঠী। কলকাতা ভিত্তিক বিভিন্ন বাঙালি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির মধ্যে এই পিয়ারলেস গোষ্ঠী হল অন্যতম। ২০৩২ সাল অর্থাৎ আজ থেকে দশ বছর পরে শতবর্ষে পা রাখবে কলকাতা ভিত্তিক এই বাঙালি ব্যবসায়ী প্রতিষ্ঠান। ঐতিহাসিক ৯০ বছর পার করে ৬০০ কোটি টাকা এখন তাদের মোট বার্ষিক আয়। কিন্তু এই ৬০০ কোটি টাকাকে পরবর্তী ৩ বছরের মধ্যে হাজার কোটি টাকায় নিয়ে যাওয়ায় এখন তাদের মূল লক্ষ্য।
পিয়ারলেসের নতুন চেয়ারম্যান পার্থসারথি ভট্টাচার্য জানেন যে, পরবর্তী তিন বছরের মধ্যে তারা তাদের গোষ্ঠীর বার্ষিক আয় ১০০০ কোটি টাকায় নিয়ে যেতে চায়। মূলত হাসপাতাল, হোটেল, আবাসন এবং আর্থিক পরিষেবা। এই চারটি মজবুত ভিত দিয়েই দাঁড়িয়ে পিয়ারলেস। এবং এই চারটি ব্যবসাকেই আরো ভালোভাবে সাজিয়ে সম্প্রসারিত করাই এখন তাদের মূল লক্ষ্য, এমনটাই জানালেন পার্থবাবু এবং ম্যানেজিং ডিরেক্টর জয়ন্ত রায়।
পিয়ারলেস গোষ্ঠীর বর্তমান অবস্থা বেশ ভালো হলেও, একসময় এর নিট সম্পদ ঋণাত্মকের পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছিল। সত্যিই এক অবাক করা কাণ্ডের মতন সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আজ তাদের নিট সম্পদ ২০০০ কোটি টাকা।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ