Daily

শেয়ার ক্রাশড। এদিন বাজারের সিংহভাগ মানুষের নজর পেটিএমের দিকে থাকলেও স্টক মার্কেটের তালিকাভুক্ত হতেই হুড়মুড়িয়ে পড়লো পেটিএমের শেয়ার। প্রথমে ৯.৩ শতাংশ নামার পরে ২৩ শতাংশ পর্যন্ত পড়ে যায় দাম। কর্পোরেটের ইতিহাসে পেটিএমের আইপিও-ই সবচেয়ে বড় অঙ্কের হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
সংস্থাটি আইপিওর মাধ্যমে ১৮ হাজার কোটি টাকার শেয়ার ছেড়েছিল বাজারে। দিন দশেক আগে থেকে সাবস্ক্রিপশন শুরু হলেও, স্টক মার্কেটে ঢোকার সাথে সাথেই বড়োসড়ো আর্থিক ক্ষতির মুখে পড়ল তারা। পেটিএমের শেয়ার পিছু দাম ধার্য করা হয়েছিল ২০৮০ থেকে ২১৫০ টাকা। কিন্তু এদিন সকালে ১৯৫০ টাকা দিয়ে শুরু হলেও ঘড়িতে সকাল দশটার কাঁটা পেরোতে না পেরোতেই শেয়ারের দাম পড়ে যায় ১৭৭৭.৫০ টাকায়। এর পরে তা আরও নেমে হয় ১৬৫৫ টাকা। ফলে বাজারে আইপিও-র মাধ্যমে শেয়ার ছেড়েও আশানুরূপ পেলো না সংস্থাটি। উল্টে ক্ষতির মুখে পড়ল তারা।
প্রায় এক দশক আগে মোবাইল রিচার্জ করার প্ল্যাটফর্ম হিসাবে যাত্রা শুরু পেটিএমের। এরপর উবের তাদের কুইক পেমেন্ট মেথডের সাথে পেটিএমকে যুক্ত করার পর তার জনপ্রিয়তা বাড়তে থাকে। এর আগে কোল ইন্ডিয়া লিমিটেড শেয়ার বিক্রি করে ১৫ হাজার কোটি টাকার ওপর শেয়ার তুলেছিল। এবার মনে করা হয়েছিল যে সেই রেকর্ড হয়তো ভেঙে যেতে পারে। কিন্তু আশানুরূপ ফল না হওয়ায় হতাশ হয়ে পড়ে বাজারও।
ব্যুরো রিপোর্ট