Daily

গ্রাহকদের জন্য বরাবরই দুর্ধর্ষ সব ফিচার নিয়ে হাজির হয় পেটিএম। এবারও তার অন্যথা হলো না। তাই নিয়ম মেনেই সংস্থার তরফে আসলো ভয়েস ট্রেডিং ফিচার নিয়ে এলো পেটিএম। শেয়ার কেনা – বেচা এখন আরও সহজ। কণ্ঠস্বরের মাধ্যমে এবার শেয়ার বেচাকেনা করুন এই নতুন ফিচারের সাথে।
এর আগে ট্রেডারদের ট্রেডিংয়ের সময় ৫-৬ টি ধাপ পার করতে হতো ইনভেস্টারকে। তবে, ভয়েস ট্রেডিং হলে সেই সমস্যা থেকে মুক্তি পাবেন তারা। একটা মাত্র ভয়েস কমান্ডের মাধ্যমেই ইনস্ট্যান্ট প্রসেসিং হবে। বাঁচবে সময়, সহজ হবে জীবন। আর এই ফিচারের সাথে পরিচিত হতে পারলে ইনভেস্টররা লগ্নির ক্ষেত্রে আরও এগিয়ে আসবে।
তবে সমস্ত গ্রাহক এই মুহূর্তে এই ফিচার পাচ্ছেননা। কারণ বিটা ভার্সনে ভয়েস ট্রেডিং ফিচার নিয়ে আসছে পেটিএম মানি। তাই আপাতত বিটা গ্রাহকরাই এই সুবিধা পাবেন। তবে খুব দেরি নয়। কয়েক সপ্তাহের মধ্যেই সমস্ত ফোনে এই ফিচার নিয়ে আসছে পেটিএম মানি।
প্রসঙ্গত,সম্প্রতি ওয়েলথ অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারি মার্কেট-প্লেস নিয়ে গ্রাহককে লগ্নির সুরক্ষা করে দিতে হাজির হয়েছে পেটিএম মানি।
ব্যুরো রিপোর্ট