Jobs

২০,০০০ জনকে নিয়োগ করবে পেটিএম। বেতন হতে পারে ৩৫,০০০ টাকা পর্যন্ত। ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের আগেই পেটিএম ফিল্ড সেলস এগজিকিউটিভ কর্মসূচি চালু করেছে। যার মাধ্যমেই এতো বিপুল কর্মী নিয়োগের দিকে হাঁটতে চলেছে পেটিএম।
জানা গিয়েছে, ২০ হাজার ফিল্ড সেলস এগজিকিউটিভ নিয়োগ করে পেটিএম ব্যবসায়ী এবং ব্যবহারকারীদের ডিজিটাল দুনিয়ার বিষয়ে যাবতীয় শিক্ষা দেবে। পেটিএম আইপিও ছাড়বে প্রায় ১৬,৬০০ কোটি টাকার মতন। তার আগে এই পদক্ষেপ নিতে চলেছে সংস্থা।
তবে এই পদে আবেদন জানানোর জন্য আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ হতে হবে। আবেদন জানাতে পারবেন দশম শ্রেণি, দ্বাদশ শ্রেণি বা স্নাতক উত্তীর্ণরা। তবে প্রত্যেকের কাছে স্মার্টফোন অ্যান্ড্রয়েড থাকা জরুরি। জানা গিয়েছে, আবেদন জানাতে হবে পেটিএম অ্যাপ ব্যবহার করেই। এছাড়া যাদের দু’চাকা গাড়ি আছে, অভিজ্ঞতা আছে সেলসের এবং যাতায়াতের কোন সমস্যা নেই তাঁরা অগ্রাধিকার পাবেন। তবে আঞ্চলিক ভাষা এবং সংশ্লিষ্ট এলাকা নিয়ে দক্ষতা থাকতে হবে।
কোন কোন পদের জন্য আবেদন জানাতে হবে?
পেটিএম অল-ইন-ওয়ান পিওএস মেশিন
পেটিএম অল-ইন-ওয়ান কিউআর কোডস
পেটিএম সাউন্ডবক্স
পেটিএম ওয়ালেট
পেটিএম পোস্টপেড
ইউপিআই এবং মার্চেন্ট লোন সহ যাবতীয় পেটিএমের পরিষেবা শেখাতে হবে।
ব্যুরো রিপোর্ট