Daily

ক্যাশ পাঠানো এখন আরও সহজ। ব্যবহার করুন এমএমআইডি। কোনো চিন্তা নেই। এক্ষেত্রে আপনার স্মার্ট ফোন থাকাও জরুরি নয়। অবাক হচ্ছেন? তাহলে এক নজরে জেনে নিন কিভাবে টাকা পাঠাবেন এই এমএমআইডি ব্যবহার করে। এই ব্যবস্থাটি মূলত তাঁদের জন্য, যাঁরা ভীম জাতীয় অ্যাপ ব্যবহার করতে পারেন না স্মার্ট ফোন না থাকার কারণে।
এমএমআইডি-র পুরো কথা হল মোবাইল মানি আইডেন্টিফায়ার। এক নয়, একের বেশি অ্যাকাউন্ট থাকলেও কোনো সমস্যা নেই। শুধু মোবাইল নম্বরটি ব্যাংক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত থাকতে হবে। প্রতিটি অ্যাকাউন্টের জন্য আপনি আলাদা আলাদা এমএমআইডি কোড পাবেন। এই সাত সংখ্যার এমএমআইডি কোড ব্যবহার করেই আপনাকে টাকা পাঠানো যাবে। কিংবা আপনার এই নম্বর যদি কারও কাছে থাকে, তবে সেক্ষেত্রে তিনিও টাকা পাঠাতে পারেন আপনাকে।
আপনার ব্যাঙ্ক থেকে বা নেট ব্যাঙ্কিং থেকে আপনার এমএমআইডি জেনে নিন। আর যাকে টাকা পাঠাচ্ছেন, তার মোবাইল নম্বর আর এমএমআইডি, অথবা অ্যাকাউন্ট নম্বর আরএইএফসি, কিংবা আধার নম্বর জানলেই আপনি টাকা পাঠাতে পারবেন। প্রতিবার ট্রানজাকশনে আপনি সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারবেন। তবে হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু ব্লক পেমেন্ট হয়। অর্থাৎ পাঠানো টাকা ফেরত পাওয়ার রাস্তা বন্ধ। তবে এটি ভরসাযোগ্য পেমেন্ট তো বটেই কারণ পাসওয়ার্ড ব্যবহার করেই পেমেন্ট হবে।
ব্যুরো রিপোর্ট