Daily

আইপিপিবি-র মাধ্যমে পেমেন্টের সুবিধা এবার সবার জন্য। এতদিন নিয়ম ছিল, শুধুমাত্র যেসব গ্রাহকদের ডাকঘির বা আইপিপিবি-তে অ্যাকাউন্ট রয়েছে, তারাই এই সুযোগ পেয়ে আসছিলেন। তবে এবার থেকে সম্পূর্ণ ভোল বদলে, সকলের জন্য পরিষেবার ঝুলি উজাড় করে দিলো আইপিপিবি। পুজোর আগেই পুরোদস্তুর এই পরিষেবা চালু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
রান্নার গ্যাস থেকে ইলেক্ট্রিক বিল, জলের বিল, স্কুলের ফি, পুরসভার ট্যাক্স, সবকিছুই পে করতে পারবেন আইপিপিবি-র মাধ্যমে। গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ওই নির্দিষ্টি টাকা কেটে নেওয়া হবে। অর্থাৎ ডাকঘরে বা আইপিপিবি-তে অ্যাকাউন্ট না থাকলেও আপনি এই সুবিধা পেয়ে যাবেন। তবে এই সুবিধা পেতে গেলে আপনার মোবাইল নম্বরটি ওই অ্যাকাউন্টের সাথে সংযুক্ত থাকা জরুরি। যে সংস্থার বিল বা কিস্তির টাকা মেটানো হবে, সেই সংস্থাটিকে অবশ্য আইপিপিবি-র লেনদেন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকতে হবে। যদিও গোটা দেশে আইপিপিবি-র সাথে সংযুক্ত সংস্থার অঙ্কটা নেহাত কম নয়, সব মিলিয়ে মোট ১৯ হাজার।
বিভিন্ন লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্ক অনুযায়ী আইপিপিবি আলাদা চার্জ নেয় যা খুবই সামান্য। যে সমস্ত গ্রাহকের ওই ব্যাংকে অ্যাকাউন্ট নেই তাঁদের ক্ষেত্রে লেনদেনের সর্বোচ্চ অঙ্ক হতে চলেছে ১০,০০০ টাকা। এর বাড়ি বসে এই পরিষেবা পেতে হলে গ্রাহককে এক্সট্রা গুনতে হবে ২০ টাকা। নিয়ম অনুযায়ী পেমেন্টের পর গ্রাহক তার ফোনে এই সংক্রান্ত একটি মেসেজও পেয়ে যাবেন। কাজেই এখন থেকে নিশ্চিন্তে পেমেন্টের সুবিধে উপভোগ করুন আইপিপিবি-র সহজ পেমেন্ট পরিষেবার সাথে।
ব্যুরো রিপোর্ট