Prime
Daily
গৃহহীনদের পাট্টা বিলি মুর্শিদাবাদে
By sanchitabpn21 | August 11, 2021
প্রত্যেক বছর বর্ষা কেড়ে নেয় প্রচুর মানুষের আশ্রয়। তাই এবার বর্ষায় আশ্রয় হারানো মানুষগুলোর পাশে দাঁড়াল রাজ্য সরকার। মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ব্লকের গঙ্গাভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারদের ‘নিজ ভূমি, নিজ গৃহ’ প্রকল্পে পাট্টা বিতরণ করা হল। পাট্টা বিতরণ উপলক্ষে সামশেরগঞ্জ বিডিও অফিসে কর্মসূচীর আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন এসডিও শিঞ্জন শেখর, বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, সাংসদ খলিলুর রহমান, প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলাম, বিধায়ক মনিরুল ইসলাম, ওসি সুমিত তালুকদার, বিডিও কৃষ্ণ চন্দ্র মুন্ডা সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
বর্ষায় আশ্রয়হীনদের পাশে দাঁড়াতে সরকারের এই উদ্যোগে খুশি ওখানকার সাধারণ মানুষ।
কুশল শরীফ, মুর্শিদাবাদ