Prime
Daily
উত্তরবঙ্গ হাসপাতাল থেকে পলাতক মিউকরমাইকোসিস আক্রান্ত রোগী
By Business Prime News | June 18, 2021
Daily
পলাতক মিউকরমাইকোসিস আক্রান্ত এক রোগী। ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। পলাতক রোগীর নাম তাহেরা বিবি।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, জ্বর নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সন্দেহ হওয়ায় তাঁর পরীক্ষা করা হয়। গত বৃহস্পতিবার বিকেলে তার মিউকরমাইকোসিস রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতালের ইএনটি বিভাগে চিকিৎসাধীন ছিলেন তিনি। আক্রান্ত ওই রোগী মুর্শিদাবাদ বাসিন্দা হলের কর্মসূত্রে শিলিগুড়িতে থাকেন।
রোগী পালানোর ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। যদিও কি কারণে তিনি পালিয়ে গিয়েছেন তা সঠিক ভাবে জানা যায় নি।
উৎপল পোদ্দার, শিলিগুড়ি