Market
অতিমারি অর্থবর্ষেও দুর্দান্ত লাভ পতঞ্জলির। ২০২০-২১ আর্থিক বছরে প্রায় ১৭ হাজার কোটি টাকার রেভিনিউ বৃদ্ধি হল বাবা রামদেবের নেতৃত্বাধীন এই পতঞ্জলি গ্রুপের। জানা গিয়েছে, যদি এভাবেই সব চলতে শুরু করে, তাহলে আর কয়েক বছরের মধ্যেই ঋণমুক্ত হতে পারে এই সংস্থা।
সূত্রের খবর, এই অর্থবর্ষে পতঞ্জলির টার্নওভার দাঁড়িয়েছে প্রায় ৩০ হাজার কোটি টাকার কাছাকাছি। পতঞ্জলি আয়ুর্বেদ থেকে পতঞ্জলি গ্রামোদ্যোগ এমনকি পতঞ্জলি পরিবহন সবক্ষেত্রেই আর্থিক বৃদ্ধির মুখ দেখেছে এই সংস্থা। বর্তমানে পতঞ্জলির গ্রোথ রেট পৌঁছে গিয়েছে ১০-২৪% এর কাছাকাছি। তবে জানা গিয়েছে পতঞ্জলি সবচেয়ে বেশি লাভবান হয়েছে রুচি সোয়া থেকে। যা স্বীকার করে নিয়েছেন রামদেব নিজেও। বর্তমানে রুচি সোয়ার ওপর ঋণের বোঝা চেপে রয়েছে প্রায় ৩,৩৩৪ কোটি টাকার মত। এখন পতঞ্জলি গ্রুপের লক্ষ্য হচ্ছে রুচি সোয়া সহ কোম্পানির সমস্ত ঋণ মিটিয়ে দেওয়া।
ব্যুরো রিপোর্ট