Market

পশ্চিমবঙ্গে চুক্তিচাষের লক্ষ্য নিয়েছে পতঞ্জলি। তার জন্য বড় রকম লগ্নিও করা যেতে পারে। আর এই বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন পতঞ্জলির কর্ণধার রামদেব। রামদেবের বক্তব্য, দেউলিয়া হয়ে যাওয়া রুচি সয়া এখন পতঞ্জলির ছত্রছায়ায় এসে গেমচেঞ্জার হয়ে উঠেছে। এবার এই সংস্থার পাম তেলের জন্য গাছ লাগানোর প্রস্তাব যেতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। গাছ লাগানো হতে পারে এই রাজ্যে।
জানানো হয়েছে, চুক্তি ভিত্তিক চাষের মাধ্যমে পাম গাছ লাগানো হবে। যদিও এর মধ্যে ৫৪ হাজার হেক্টর জমিতে প্ল্যান্টেশন শুরু হয়ে গিয়েছে, এখন তাদের লক্ষ্য আরও ২ লক্ষ হেক্টর জমিতে এই পাম চাষ করা। আর তার জন্য পশ্চিমবঙ্গ তাদের প্রথম পছন্দ বলে জানা গিয়েছে।
সংস্থার দাবি, এই চাষ করলে কৃষকরাই লাভবান হবেন। বছরে দুই লক্ষ টাকা পর্যন্ত আয়ের সম্ভাবনা তৈরি হবে এই চাষে। রুচি সয়ার বর্তমানে বার্ষিক আয় ১৬ হাজার কোটি টাকা। প্রসঙ্গত উল্লেখ্য, পতঞ্জলিকে বড়সড় লাভের মুখ দেখিয়েছে এই রুচি সয়া।
ব্যুরো রিপোর্ট