Daily

ছুটবে হওয়ার বেগে, সাশ্রয় হবে শক্তিও! দূরত্ব যাই হোক না কেন, পৌঁছে যাবেন নিমেষে। নিঃশব্দে। সম্ভব সমস্ত প্রশ্নের চাদর উড়িয়ে আসতে চলেছে উচ্চগতির যাত্রীবাহী পড যা আমূল বদল আনতে চলেছে পরিবহন ব্যবস্থায়।
ঘন্টায় ৭৫০ মাইল বেগ নিয়ে ছুটবে যাত্রীবাহী পড। তারই কাজ শুরু করলো ভার্জিন হাইপারলুপ ও রিচার্ড ব্রানসনের ভার্জিন গ্রুপ।
জোর কদমে চলছে পরীক্ষা-নিরীক্ষা। অত্যাধুনিক এ পডটি বর্তমানে ২৮ জন যাত্রী পরিবহনের উপযোগী।
একটি টিউব বা নলের মধ্যে দিয়ে ছুটবে পডটি।
কোনো ঘর্ষনজনিত বাধা ছাড়াই টিউবের দেয়াল ও পডের গায়ে বিপরীতমুখী চৌম্বকক্ষেত্র তৈরি হয়। ফলে পডটি টিউবের কোনো অংশ স্পর্শ না করেই বাতাসে ভেসে ওঠে। সেই অবস্থাতেই অত্যন্ত দ্রুত বেগে ও কোনো শব্দ ছাড়াই আধুনিক এ যানটি চলাচল করতে পারে।
২০২৭ সাল নাগাদ বাণিজ্যিক কার্যক্রম শুরুর কথা ভাবছেন ভার্জিন হাইপারলুপের জশ গিগেল।
ভার্জিন হাইপারলুপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জশ গিগেল বলেন, গাড়ি, ট্রেন ও প্লেনের মতোই আগামী ১০০ বছরের মধ্যে পরিবহন ব্যবস্থায় আমূল বিপ্লব আনতে চলেছে যুগান্তকারী এই আবিষ্কার।
ব্যুরো রিপোর্ট