Daily
সব পথ এসে মিলে গেল শেষে। ঘরের ছেলে ফিরে এলো ঘরে । অবসান হল গত কয়েকদিনের যাবতীয় জল্পনার।
শেষ পর্যন্ত ছেলে শুভ্রাংশুকে নিয়ে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায় তোপসিয়ায় তৃণমূল ভবনে এসে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন দলে। অভিনন্দন জানালেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও।
রাজনৈতিক বিশ্লেষকেরা মুকুলের পুরনো দলে ফেরাকে বিলম্বিত বোধোদয় বলছেন। তবে যোগদান পর্বের সাংবাদিক সম্মেলনে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বলে দেন, যারা নির্বাচনের সময় দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তাদেরকে দল কিছুতেই গ্রহণ করবে না।
বিধানসভা নির্বাচনের ফলাফল বের হতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া বেশ কয়েকজন নেতা আবার পুরোনো দল তৃণমূলে ফিরতে চাইছেন। কিন্তু মুকুল যোগদান পর্বে দলনেত্রীর এই লাইন কি তাদের ঘরে ফেরার পথে অন্তরায়? এমন প্রশ্নও উঠতে শুরু করেছে। যদিও তৃণমূল মুখপাত্র ও রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, এটা সম্পূর্ণভাবে দলনেত্রীর বিষয়।
এদিকে বিজেপি থেকে পুনরায় তৃণমূলে ফিরতে চাওয়া নেতাদের টুইটে তুলোধোনা করেছেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়। তথাগত বাবু টুইট করে বলেন, মলমূত্র ত্যাগ করলে যেমন মানুষ দুর্বল হয় না তেমনি বিজেপি ছেড়ে তৃণমূলে গেলেও দল কোন মতেই দুর্বল হবে না। তথাগত বাবুর এই জবাবকে অত্যন্ত অমার্জিত ও কুরুচিকর বলেন রাজ্যের বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়।
তৃণমূল ভবনে এদিনের সাংবাদিক সম্মেলনে নেত্রী পরিষ্কারভাবে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া চরমপন্থী নেতাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন বলেই বিশ্লেষকরা মনে করছেন।
ব্যুরো রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।