Daily
সমস্যা দীর্ঘদিনের। উত্তর দিনাজপুরের ডালখোলার রেলগেটের জ্যাম যেন সত্যিই আতঙ্ক ধরাত সাধারণ মানুষকে। কখনও দু’ঘণ্টা। তো কখনও তিন ঘণ্টা। নিত্যযাত্রীদের সমস্যা তো ছিলই। সমস্যার মুখোমুখি হতে হত রোগী এবং আত্মীয় পরিজনদের। তবে এই দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন ডালখোলাবাসী। গত সোমবার থেকে ডালখোলা বাইপাসে যাত্রীবাহী যান চলাচল শুরু হয়েছে। নির্মাণ কাজ শেষ না হলেও, নতুন বাইপাসের একাংশ খুলে দেওয়ায় এখন অনেকটাই খুশি ডালখোলাবাসীরা।
ডালখোলাবাসী যে এই দীর্ঘ সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পাচ্ছেন, তাতেই খুশি করণদীঘির বিধায়ক গৌতম পাল। প্রশাসনের উদ্যোগ যে ক্রমেই বাস্তবায়িত হচ্ছে, তাতেই অনেকটা আশার আলো দেখছেন বিধায়ক।
জাতীয় সড়ক কর্তৃপক্ষ মার্চ মাসের মধ্যে এই বাইপাস চালু করার কথা জানালেও মনে করা হচ্ছে পুরোপুরিভাবে চালু হতে সময় লাগবে এখনো দু’মাস। ৩৪ নম্বর জাতীয় সড়কে দক্ষিণ মহম্মদপুর থেকে পূর্ণিয়া মোড় পর্যন্ত সাড়ে ৫ কিমি রোড হচ্ছে ডালখোলা বাইপাস। রায়গঞ্জ থেকে ডালখোলায় ঢোকার মুখে মহম্মদপুর এলাকায় বাইপাস রোড ও জাতীয় সড়কের সংযোগস্থলে কাজ চলছে এখনও। রেললাইন পার হওয়ার পরে বুড়ি মহানন্দা নদীর উপর সেতু নির্মাণের কাজ চলছে। এই কাজ শেষ হলেই নির্মাণকাজ শেষ হবে। তখন আর ডালখোলার রেলগেটে আটকে থাকতে হবে না নিত্যযাত্রীদের।
অনুপ জয়সোয়াল
উত্তর দিনাজপুর