Daily

দুরন্ত গতিতে ধেয়ে আসছে রকেটের টুকরো। ১০০ ফুট লম্বা এবং ২১ টন ওজন। ভূ-পৃষ্ঠে যেখানেই পড়বে সেখানেই বড়সড় ক্ষতির আশঙ্কা। রকেটটি চিনের।
সম্প্রতি দ্য গার্ডিয়ান থেকে জানা গিয়েছে, চিনের তিয়ানহে স্পেস স্টেশনের মডিউল মহাকাশে বহন করে নিয়ে যায় লং মার্চ বি৫ রকেট। মডিউলটিকে কক্ষপথে স্থাপন করার পর হঠাৎই গ্রাউন্ড স্টেশনের নিয়ন্ত্রন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে রকেটটি। এরপর নিজের গতিতেই ঘুরতে শুরু করে কক্ষপথে। এরই মধ্যে ১০০ ফুট লম্বা একটি অংশ রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে ধেয়ে আসছে পৃথিবীর দিকে।
জানা গিয়েছে, মঙ্গলবার ঐ চিনা রকেটের অংশটি প্রতি ৯০ মিনিটে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করছিল। পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় এর গতিবেগ ছিল ২৭ হাজার ৬০০ কিলোমিটার। সর্বশেষ খবর অনুযায়ী রকেটের অংশটি পৃথিবী থেকে ৮০ কিলোমিটার উচ্চতায় আছে। ধারণা করা হচ্ছে, আগামী ১০ মে’র দুই দিন আগে বা পরে পৃথিবীতে আছড়ে পড়তে পারে।
ব্যুরো রিপোর্ট