Trending

ভিপিএন ব্যান করতে উঠেপড়ে লেগেছে সংসদীয় স্থায়ী কমিটি। তারা জানিয়েছে, দেশে যে হারে সাইবার ক্রাইমের সংখ্যা বাড়ছে তাতে খুব তাড়াতাড়ি ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক চিরতরে ব্যান করে দেওয়ার সময় এসে গিয়েছে। কারণ ভিপিএনকে মুখ করে গোপনে একের পর এক অপরাধমূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছে সাইবার অপরাধীরা।
উল্লেখ্য, লকডাউন থেকেই ভিপিএনের ব্যবহার অনেকটাই বেড়ে গিয়েছে। আর এই সময় ভিপিএন পরিষেবা পাওয়াটাও অনেক সহজ হয়ে গিয়েছে। যার ফলে কোন ব্যানড করে দেওয়া ওয়েবসাইট ভিপিএন ব্যবহার করে সহজেই খুলে ফেলা যায়। আর এখানেই লুকিয়ে অপরাধের যাবতীয় চাবিকাঠি। মনে করা হচ্ছে, ভিপিএন দিয়ে ওয়েবসাইট খোলার কারণে খুব সহজেই সাইবার নিরাপত্তার বেড়ি ভেঙে ফেলা সহজ হচ্ছে। একইসঙ্গে অনলাইনে অপরাধ করার জন্য বিস্তর পথ তৈরি হয়ে যাচ্ছে। আর যে কারণে সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে ভিপিএন বন্ধ করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
ব্যুরো রিপোর্ট