Daily
সংসদের চলতি বাদল অধিবেশনে আবারও বেসামাল মোদি সরকার। এমনিতেই সংসদ শুরু হয়েছিল বেশ উত্তেজনার মধ্যে দিয়ে। পেগাসাস, ভ্যাকসিন সহ অতিমারি পরিস্থিতিতে অর্থনীতির শোচনীয় দশা নিয়ে বিরোধীরা প্রথম থেকেই ছিল বেশ এককাট্টা। গতকাল সংসদে শিল্প বিষয়ক সংসদীয় কমিটির রিপোর্টে আরো একবার মুখ পুড়লো নরেন্দ্র মোদি সরকারের।
সংসদের বাদল অধিবেশনের কয়েকদিনের মধ্যেই আবারও বিরোধীদের সমালোচনায় খেসারত দিতে হলো মোদি সরকারকে। শিল্প বিষয়ক সংসদীয় কমিটির রিপোর্টে বেআব্রু হয়ে পড়ল ছোট মাঝারি শিল্পের পুনরুজ্জীবনে মোদি সরকারের ব্যর্থতা।
করোনার প্রথম ঢেউতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে বাঁচাতে মোদি সরকার ঘোষণা করেছিল ২০ লক্ষ কোটি টাকার এক বিশেষ আর্থিক প্যাকেজ। সেই প্যাকেজ যে কেবল কাগজে কলমেই রয়ে গেল তা উঠে আসল শিল্প বিষয়ক সংসদীয় কমিটির পেশ করা সাম্প্রতিক রিপোর্টে।
সংসদীয় কমিটি তাদের রিপোর্টে স্পষ্টভাবে জানিয়েছে, কেন্দ্রের ঘোষিত এই ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজে বিশেষ সুরাহা আসেনি ছোট মাঝারি শিল্পে। বরং মোট ঘোষিত প্যাকেজের সুবিধা পেয়েছে মাত্র ৫০ শতাংশ ছোট মাঝারি শিল্পোদ্যোগ।
কেন্দ্রের ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রকের পক্ষ থেকে যাচাই পর্যন্ত করা হয়নি কেন দেশের সব এমএসএমইগুলো এই সুবিধা পেল না? শুধু ব্যাঙ্কেরর ঘাড়ে দায়িত্ব দিয়ে মন্ত্রক তার দায় সামাল দিয়েছে বলেই সংসদীয় কমিটি অভিমত ব্যক্ত করেছে।
শিল্প বিষয়ক সংসদীয় কমিটি তাদের রিপোর্টে আরও জানিয়েছে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ব্যাঙ্কগুলোকে ঋণ দেওয়ার ক্ষেত্রে দায়িত্ব দিলেও ব্যাঙ্কগুলি কিন্তু সরকারের কথায় সেভাবে আমল দেয়নি। রিপোর্টে বলা হয়েছে, উল্টে রুগ্ন ছোট মাঝারি শিল্পগুলোকে ব্যাঙ্ক বেশিরভাগ ক্ষেত্রেই ঋণ দিতে অস্বীকার করেছে।
করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ মিলিয়ে কেন্দ্রীয় সরকার বিপুল পরিমাণ কেন্দ্রীয় গ্যারান্টি যুক্ত ঋণের প্যাকেজ ঘোষণা করলেও সেই ঘোষণা শেষ পর্যন্ত থমকে গিয়েছে ব্যাঙ্কের দরজায় এসে। ফলে ছোট মাঝারি শিল্পে যে সংকট করোনাকালে তৈরি হয়েছিল সেই সংকট থেকে এখনও আলোর মুখ দেখেনি দেশের বেশিরভাগ এমএসএমই গুলো।
পেগাসাস, ভ্যাকসিন সহ একাধিক ইস্যুতে চলতি বাদল অধিবেশনে বিরোধীদের তোপের মুখে প্রতিদিনই পড়ছেন মোদি সরকার। দিল্লিতে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর চলছে ঠিক তখনই সংসদে শিল্প বিষয়ক সংসদীয় কমিটির রিপোর্টকে হাতিয়ার করে বিজেপি বিরোধী দলগুলো আরও একবার পার্লামেন্টের ফ্লোরে মোদি বিরোধী সমীকরণকে বাস্তবায়িত করার চেষ্টা করছেন।
ব্যুরো রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।