Trending
এই দৃশ্য আগে কোনদিন কেউ দেখেছে বলে মনে হয় না। রেমালের দামালপনায় এবার বেহাল হল কলকাতা মেট্রোর অবস্থা। পার্ক স্ট্রিট মেট্রোয় এক কোমর জল। যা কার্যত সোমবার সকাল থেকেই ব্যহত করে দিল মেট্রো যাতায়াত।
এমনিতেই আজ সকাল থেকে যানবাহনের বেহাল অবস্থা। রাস্তায় রাস্তায় জমে আছে জল। যত্রতত্র পড়ে আছে গাছ। এদিকে যানবাহন প্রায় উধাও। দেখা নেই তেমন বাসের। গুটিকয়েক যাও বা যাতায়াত করেছে সেখানে বাদুরঝোলা ভিড়। অ্যাপ ক্যাব যেরকম দর হাঁকানো শুরু করেছে, তাতে সাধারণের ভিড়মি খাবার জোগাড়।এই পরিস্থিতিতে যারা মেট্রোর উপর ভরসা করেছিলেন তাঁরা পড়লেন আরো বিপাকে। জল জমার কারণে গিরিশ পার্ক থেকে টালিগঞ্জ পর্যন্ত একেবারে থমকে গেল মেট্রোর চাকা। বাকি স্টেশনে পরিষেবা থাকলেও তা ব্যহত হয়েছে। সব মিলিয়ে দামাল রেমাল বেহাল করেছে সোমবারের কলকাতা।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ