Daily

কলকাতার পর উত্তর ২৪ পরগণা। শুরু হল পার্সেল বুকিং ভ্যান পরিষেবা। পার্সেল গ্রহন করতে এবার আর গ্রাহকদের ছুটতে হবে না পোস্ট অফিসের দোরগোড়ায়। নির্দিষ্ট গ্রাহকের দুয়ারেই পৌঁছে যাবে পোস্ট অফিস। বিলিয়ে দেবে তাদের নির্দিষ্ট পার্সেল।
সম্প্রতি উত্তর ২৪ পরগণা জেলার মুখ্য কার্যালয় বারাসাতের শেঠপুকুর এলাকায় এই অভিনব কর্মসূচীর শুভ সূচনা করেন সংস্থার মুখ্য আধিকারিক প্রদত্ত কুমার দাস। বারাসাত সাব ডিভিশনের মোট ৭৯ টি পোস্ট অফিসকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে বলে জানান প্রদত্ত বাবু।
এই প্রকল্পের মাধ্যমে এবার আর গ্রাহকদের পায়ে হেঁটে পোস্ট অফিস যেতে হবে না। ভারত সরকার অনুমোদিত এই প্রকল্পের মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই পেয়ে যাবেন বুকিং করা পার্সেল। ভবিষ্যতে গ্রাহক ডিম্যান্ডের উপর ভিত্তি করে পরিষেবার পরিসর বাড়ানোর কোথাও বলেন তিনি।
পার্সেল বুকিংয়ের জন্য গ্রাহক কিভাবে আবেদন করবেন? শুনে নিন প্রদত্ত বাবুর মুখ থেকেই।
রাজ্য সরকার অনুমোদিত দুয়ারে সরকার, পাড়ায় শিক্ষালয় প্রকল্প ইতিমধ্যেই বেশ সাফল্য পেয়েছে। এখন ভারত সরকার অনুমোদিত এই দুয়ারে পোস্ট অফিস কতটা প্রশংসা কুড়োয়, সেটাই দেখার।
বিক্রম লাহা
বারাসাত