Daily

দেবস্মিতা মণ্ডল,উত্তর 24 পরগনাঃ উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার , বসিরহাট দক্ষিণ বিধানসভায় আগামী ১৭ ই, এপ্রিল পঞ্চম দফায় নির্বাচন। একদিকে বাহিনীর টহল অন্যদিকে বসিরহাট চৌমাথা থেকে প্রায় দুই কিলোমিটার কাছারিপাড়া পর্যন্ত রাস্তার ধারে দুই দিকে দোকানদার ছোট ব্যবসায়ীদের সঙ্গে কথা বললেন ও তাদের ফোন নাম্বার নিয়ে নাম তালিকা ভুক্ত করলেন বাহিনী সদস্যরা । পাশাপাশি পথচলতি মানুষকেও নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য নিরাপত্তার জন্য আশ্বস্ত করলেন। সবমিলিয়ে সময় যত যাচ্ছে বাহিনীর দায়িত্ব নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে নির্বাচন কমিশনে। বাহিনী ও পুলিশকে দিয়ে কিভাবে দোকানদারদের নাম নথিভুক্ত করা হচ্ছে , তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ নাগরিকবৃন্দ । ইতিমধ্যে নির্বাচন কমিশন রাজ্যে নির্বাচনে আসা বাহিনীকে সাধারণ মানুষের ভোটার কার্ড দেখতে নিষেধাজ্ঞা জারি করেছে। এমন কি তারা বুথের বাইরে থাকবে মধ্যে ঢুকতে পারবে না। কিন্তু বাহিনীর এই উদ্যোগ নিয়ে সাধারণ মানুষ শঙ্কিত । আধাবাহিনী সঙ্গে থাকা পুলিশ আধিকারিক সৈকত সাধুখাঁ বলেন আমরা নাম নথিভুক্ত করে মোবাইল নাম্বার নিয়ে এক দিকে তাদের যাতে কেউ ভয় দেখাতে না পারে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে দেওয়ার জন্য এই কাজ করে চলেছি।