Story
ভাবছেন ব্যবসা করবেন? পুঁজির জায়গাটা শক্তপোক্ত নয় বলে ঠিক সাহস করে উঠতে পারছেন না? আর চিন্তা নেই। আপনাদের সমস্যার কথা মাথায় রেখেই এক সহজ সমাধান নিয়ে এলাম আমরা। সামান্য পুঁজি নিয়ে শুরু করুণ কাগজের প্লেট তৈরির ব্যবসা আর মাসের শেষে আয় করুণ হাজার হাজার টাকা।
একটা সময় ছিল যখন অনুষ্ঠান বাড়িতে কলাপাতা বা শালপাতা ব্যবহার হতো। কিন্তু সেইসব দিন আর নেই। এখন উৎসব, অনুষ্ঠানে প্রসাদ দেওয়া থেকে শুরু নিমন্ত্রণ বাড়িতে খাওয়াদাওয়া,পিকনিক সর্বত্রই কাগজের প্লেটের রমরমা। এমনকি বাড়িতে মেইড না এলেও মা কাকিমারা এখন আর বাসন মাজামাজির ঝামেলায় না গিয়ে এই কাগজের প্লেটের ওপরই ভরসা করেন। তাই প্রায় সারাবছর ধরেই এই কাগজের প্লেটের চাহিদা প্রচুর। তার ওপর সম্প্রতি থারমোকল ও প্লাস্টিকের প্লেট ব্যান হয়ে যাওয়ায় এর চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তাই যারা এই ব্যবসা শুরু করতে চাইছেন প্রথমেই তাদের একটা বেশ ভালোরকম বাজার পেয়ে যাবার সম্ভাবনা থাকছে। আর এই ভালো বাজারের ব্যাপারটা কিন্তু যেকোনো ব্যবসার জন্যই ভীষণভাবে জরুরী।
দুরকম ভাবেই এই ব্যবসা আপনি শুরু করতে পারেন। আপনার কাছে যদি মূলধন কম থাকে তাহলে আপনি প্রথমে ১০ থেকে ১৫ হাজার টাকা দিয়েও এই ব্যবসা শুরু করতে পারেন। তারপর ভবিষ্যতে আস্তে আস্তে লাভের অঙ্ক বাড়লে ব্যবসা বাড়াতে পারেন। আবার যারা প্রথম থেকেই একটু বড় করে শুরু করতে চান তারা ৫০ হাজার টাকা বিনিয়োগ করেও ব্যবসা শুরু করতে পারেন। এই কাগজের প্লেট তৈরি করতে যে দুটি জিনিস প্রথমেই প্রয়োজন সেগুলি হল কাগজ এবং প্লেট তৈরি করার মেশিন। এই মেশিন তিন ধরনের হয়ে থাকে-হ্যান্ড প্রেস, অটোমেটিক এবং হাইড্রোলিক। হ্যান্ড প্রেস মেশিনে প্রতি ঘণ্টায় ৫০০ টি প্লেট, অটমেটিক মেশিনে প্রতি ঘণ্টায় ২৪০০ টি এবং হাইড্রোলিক মেশিনে প্রতি ঘন্টায় প্রায় ৪০০০ এর মত প্লেট তৈরি হবে। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী মেশিন কিনতে পারেন এবং সেই মেশিনে যে ধরণের কাগজ সেট হবে সেই কাগজই আপনাকে কিনতে হবে। এই কাগজ ও কাগজের মেশিনের সবথেকে বড় উৎস হল কলকাতার বড়বাজার। আবার লোকাল ডিলারদের কাছ থেকেও আপনি এই মেশিন ও কাগজ কিনতে পারেন। তাছাড়া অনলাইন অপশন তো আছেই। সঠিকভাবে শ্রম দিলে এই ব্যবসা থেকে দিনে তিন থেকে চার হাজার টাকা লাভ করা খুব একটা কঠিন হবে না। একটা সংসার চালানোর জন্য এই আয়ের অঙ্কটা কিন্তু খুব একটা খারাপ নয়।
আসলে চারিদিকে চাকরির বাজার বেশ খারাপ। তাই এই পরিস্থিতিতে চাকরির আশায় বসে না থেকে অল্প বিনিয়োগ করে খুব সহজেই এই লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। বর্তমানে যেহেতু অনেকেই এই ব্যবসার দিকে ঝুঁকছেন তাই খুব স্বাভাবিকভাবেই বাজারে কম্পিটিশন কিন্তু রয়েছে। তাই এই কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকতে হলে কিন্তু আপনাকে সার্ভিসের মান উন্নত রাখতে হবে।
অনুপ জয়সয়াল
উত্তর দিনাজপুর