Daily

হতে পারে সে একেবারেই শিশু। কিন্তু কাণ্ডজ্ঞানে টেক্কা দেবে যেকোন প্রাপ্তবয়স্ককে। কোন সময়ে কী করণীয়- সেই বোধ তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই। তবেই না সে রিমোট কার কেনার জন্য জমানো টাকা তুলে দিতে পারল রেড ভলান্টিয়ারদের হাতে।
সোদপুরের সরকারি আবাসনে পানিহাটির রেড ভলান্টিয়ারদের পাশে দাঁড়াল দ্বিতীয় শ্রেণির ছাত্র পৃথ্বীজিত চৌধুরি। এই ক্ষুদের চিন্তা রেড ভলান্টিয়ার্সরা করোনার সময় গত বছর থেকেই তো ঝাঁপিয়ে পড়েছিলেন। করোনায় আক্রান্ত রোগীদের পাশে যতটা পেরেছেন দাঁড়িয়ে তাঁদের কাঁধে কাঁধ মিলিয়ে ভাইরাসের সঙ্গে যুদ্ধ করে চলেছেন এখনও। এবার সেই তাঁরাই যদি করোনায় আক্রান্ত হয়ে পড়েন? অতএব, নিজের জমানো টাকা ক্ষুদে পৃথ্বীজিত তুলে দিল রেড ভলান্টিয়ার্সদের হাতে। যাতে তাঁরাও মাস্ক, স্যানিটাইজার কিনে নিতে পারেন। এবং সবচেয়ে বড় কথা, যে টাকা সে জমিয়েছিল রিমোট কার কেনার জন্য সেই টাকা পৃথ্বীজিত তুলে দিল হাসতে হাসতে।
ব্যুরো রিপোর্ট