Daily

করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমনিক্রম নিয়ে ত্রাহি ত্রাহি রব বিশ্বজুড়ে। জনজীবন শুধু নয়, ওমনিক্রম আতঙ্কের আঁচ পড়েছে ভারতীয় অর্থনীতিতেও। টিকাকরণে কিছুটা সুরাহা হলেও পুরোপুরি অর্থনৈতিক হালহকিকত স্বাভাবিক খাতে বইতে এখনও বেশ বেশ দেরি।
বাড়ছে উদ্বেগ। চাকরি বাজার থেকে শুরু করে ব্যবসা ক্ষেত্র, ওমিক্রনের বিভীষিকা এখন সর্বত্র বিরাজমান। ওমিক্রন সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ধস নেমেছে বিশ্বের বড় বড় পুঁজিবাজারে। ইতোমধ্যেই সংক্রমণ ঠেকাতে বিভিন্ন দেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ফলে অর্থনীতির বাজারে মন্দা দেখা দিয়েছে। ধুঁকছে এশিয়া বাজারও।
এমনিতেই বিপর্যস্ত অর্থনীতি। এখন বিশ্ব অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে ওমিক্রন। পাশাপাশি মার্কিন নিয়োগকর্তারা নভেম্বরে মাত্র দুই লাখ ১০ হাজার কর্মী নিয়োগ করেছে। যা প্রত্যাশার তুলনায় বেশ কম। এখন সব কাটিয়ে কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, সবটাই নির্ভর করছে ওমিক্রনের তীব্রতার উপর।
ব্যুরো রিপোর্ট