Prime
Daily
ব্ল্যাক ফাঙ্গাসের আতঙ্ক মুর্শিদাবাদে
By sanchitabpn21 | August 4, 2021
ব্ল্যাক ফাঙ্গাসের আতঙ্ক এবারে মুর্শিদাবাদে। আক্রান্ত ৬৫ বছরের নুরুল ইসলাম। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের হাইস্কুল পাড়ার বাসিন্দা নুরুল ইসলাম পেশায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। আক্রান্ত হয়েছিলেন করোনায়।
পুর প্রশাসক এবং স্থানীয় সূত্রে খবর, প্রায় মাসখানেক হয়ে গেল তিনি নিজের বাড়িতে থাকতেন না। আসতেন না জিয়াগঞ্জের বাড়িতেও। কালুখালী হাইস্কুলের প্রাক্তন শিক্ষক নুরুল ইসলামের ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হবার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জিয়াগঞ্জে। বর্তমানে তিনি কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
কুশল শরিফ, মুর্শিদাবাদ