Market
একদিকে গ্যালোপিং গতিতে সম্পদ বেড়েছে ধনকুবেরদের। অন্যদিকে দু’মুঠো খাবারের আশায় হাপিত্যেশ করে বসে রয়েছেন এক শ্রেণির মানুষ। করোনা অতিমারিতে এতটাই প্রকট হয়ে পড়েছে অর্থনৈতিক বৈষম্য। কিন্তু এই পরিস্থিতিতে যখন মানুষের পকেট একদিকে হাল্কা হয়ে যাচ্ছে তখন অতি ধনীদের সম্পত্তি কি শুধু বেড়েই চলেছে? তথ্য বলছে অন্য কথা।
সম্প্রতি একটি সমীক্ষা করে দেখা গেছে, দেশে ধনকুবেরদের সম্পত্তির পরিমাণ হ্রাস পেয়েছে ভালোরকম। ২০১৯ সালের তুলনায় প্রায় ৪.৪ শতাংশ। শতাংশের হিসেবে খুব একটা বেশি মনে না হলেও সংখ্যার হিসেবে ২০২০ সালে সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১২.৩ ট্রিলিয়ন মার্কিন ডলার। সম্পদের ঘাটতি হয়েছে প্রায় ৫৯৪ বিলিয়ন মার্কিন ডলার। এর পিছনে অবশ্য অন্য আরেকটা কারণও উঠে এসেছে। জানা গিয়েছে, অতিমারিতে ডলারের পরিবর্তে টাকার দাম কিছুটা অস্থির থেকেছে। ২০২০-২১ সালে টাকার দাম পড়ে গেছে বেশ কিছুটা। ফলে ধনকুবেরদের কাছে ডলারের ঘাটতিও তৈরি হয়েছে।
তবে অতিমারির মধ্যেও সবজায়গার ছবিটা কিন্তু একেবারে এক নয়। কারণ একদিকে যখন দেখা যাচ্ছে ধনকুবেরদের সম্পদ হ্রাস হচ্ছে তখন অন্যদিকে বিপুল আয় করেছে অম্বানি, আদানি গোষ্ঠী। সূত্রের খবর, বর্তমানে মুকেশ অম্বানির প্রতি মিনিটে রোজগার ৯০ কোটি টাকা। মুকেশ আম্বানির বর্তমান সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৬,৫৮,৪০০ কোটি টাকায়। সম্পত্তি বেড়েছে গৌতম আদানিরও। তবে এই ছবি শুধু ভারতেই নয়। গোটা বিশ্ব বাজারে দেখা যাচ্ছে গ্লোবাল ক্যাপিটাল পৌঁছে গিয়েছে ৪১৮.৩ ট্রিলিয়ন মার্কিন ডলারে যেখানে বৃদ্ধিই হয়েছে ২৮.৭ ট্রিলিয়ন মার্কিন ডলারের মত।
ব্যুরো রিপোর্ট