Market
বি পি এন ডেস্ক : একদিকে যখন কেন্দ্রীয় নেতারা অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বলে বারবার দাবি করে আসছেন তখন আশঙ্কার মেঘ জমা হচ্ছে সেই অর্থনীতির বুকেই। সম্প্রতি ইউবিএস সিকিউরিটিজ ইন্ডিয়ার একটি রিপোর্ট দিচ্ছে তেমনই ইঙ্গিত। সেখানে বলা হয়েছে, এই বছরের মাঝামাঝি সময়ে ফের কঠিন হতে চলেছে দেশের অর্থনীতির ভাগ্য। কারণ হিসেবে উঠে এসেছে এক বিরাট অঙ্কের ক্ষতি। একে করোনা, দুয়ে লকডাউন। তার জেরে গোটা দেশে কাজ হারিয়েছেন প্রচুর সংখ্যক মানুষ। রেকর্ড ব্রেকিং বেকারত্বের কারণে মুখ থুবড়ে পড়েছে অর্থনীতি। এবং তার জেরেই গোটা দেশে গৃহস্থের হাত থেকে চলে গেছে আয় যার অঙ্কটা ১৩ লক্ষ কোটি টাকা। এই বিপুল ক্ষতির কারণেই বছরের মাঝামাঝি সময়ে আবার ছন্দপতন হতে পারে ভারতের অর্থনীতির। এই অর্থবর্ষের প্রথম তিনমাসে দেশের জিডিপি ২৩.৯% তলানিতে নামে। তারপরেও থিতু হয় নি জিডিপির পতন। তার পরের তিন মাসে ফের কমে যায় আরও ৭.৫%। এরপর অক্টোবর–ডিসেম্বরে অর্থনীতির বৃদ্ধি ০.৪% হলেও বিশেষজ্ঞদের প্রশ্ন, এই বৃদ্ধি দেশের অর্থনীতির ভাগ্য কি ফেরাতে পারবে? অর্থনীতিবিদদের মতে চাহিদা না বাড়লে বৃদ্ধি স্থায়ী হবে না। কিন্তু যেখানে ১৩ লক্ষ কোটি টাকার ক্ষতি সেখানে বৃদ্ধি নিয়ে সন্দেহ রয়েই যাচ্ছে। যদিও শুক্রবার অর্থ মন্ত্রকের পেশ করা রিপোর্ট অনুযায়ী, বাজারে ভ্যাকসিন এসে যাবার দরুন কমবে সংক্রমণের হার। তাই বৃদ্ধি পাবে চাহিদা।