Daily
ভোটযুদ্ধের কাল ষষ্ঠ দফা। রাজ্যের চার জেলার মোট ৪৩টি বিধানসভা কেন্দ্রে লড়াই হবে সেয়ানে সেয়ানে। পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং উত্তর দিনাজপুরে হতে চলেছে ভোটভাগ্যের লড়াই। যেখানে উত্তর দিনাজপুরের ৯টি আসন, পূর্ব বর্ধমানের ৮টি আসন, নদিয়ার ৯টি আসন এবং উত্তর ২৪ পরগনার ১৭টি আসনে হবে এই নির্বাচনী সংগ্রাম।
গত পাঁচটি দফায় ভোটের আবহে অশান্তি, হিংসার নমুনা পেয়ে এবারেও শান্তিপূর্ণ নির্বাচনের আশা করছে কমিশন। আগামীকাল ভাগ্য পরীক্ষা হতে চলেছে ৩০৬ জন প্রার্থীর। যাদের মধ্যে হেভিওয়েট প্রার্থী রয়েছেন বেশ কয়েকজন। এই দফার অন্যতম প্রধান হেভিওয়েট প্রার্থী মুকুল রায় লড়বেন কৃষ্ণনগর উত্তর থেকে। তাঁর বিপক্ষে রয়েছেন তৃণমূল প্রার্থী এবং টলিউড অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। ওদিকে দমদম উত্তর থেকে তৃণমূলের হয়ে ভোটের খেলায় নামতে চলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। বিপরীতে বামেদের বিদায়ী বিধায়ক তন্ময় ভট্টাচার্য রয়েছেন প্রতিপক্ষে। পিছিয়ে নেই উত্তর ২৪ পরগনার হাবড়া। সেখানে লড়াই হবে তৃণমূল-বিজেপির দুই পুরনো বিশ্বস্ত সৈনিকের মধ্যে। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে ময়দানে নামছেন রাহুল সিনহা। ওদিকে ব্যারাকপুর থেকে তৃণমূলের হয়ে প্রথমবারের জন্য ভাগ্য পরীক্ষায় নামছেন পরিচালক রাজ চক্রবর্তী।
ইতিমধ্যেই বিভিন্ন কেন্দ্রে ভোটপ্রস্তুতি এখন চরমে উঠেছে। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর ২নং ব্লকের কৃষকবাজারে এসে পৌঁছে গেছেন ভোটকর্মীরা। তেমনই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পলিটেকনিক কলেজ এবং ইসলামপুর কলেজের ডিসিআরসি থেকে বিভিন্ন বুথে রওনা দিয়েছেন কর্মীরা। ওদিকে হাবড়া বিধানসভার ১৩২টি ভোটগ্রহণ কেন্দ্রের ৩২৪টি বুথে উপস্থিত ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আবার অশোকনগরের ১৭৪টি ভোটগ্রহণ কেন্দ্রে শান্তি বজায় রাখতে তৈরি থাকবে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
তৃণমূল-বিজেপি দুই প্রতিপক্ষই নিজেদের ব্যপারে যথেষ্ট আশাবাদী। আগামীকালের নির্বাচনী যুদ্ধে তাই সরগরম ভোট ময়দান। এখন কোভিড আবহের মধ্যে কমিশন কিভাবে সামাল দেবে কালকের নির্বাচনী যুদ্ধ, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যবাসী।
পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের সঙ্গে ব্যারাকপুর থেকে অঙ্কিত মুখার্জী, বনগাঁ থেকে দেবস্মিতা মণ্ডল ও উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সোয়ালের রিপোর্ট