Trending
পঞ্চায়েত ভোটের দামামা বাজতেই প্রোঅ্যাক্টিভ হয়ে পড়ে বাংলার রাজ্য রাজনীতি। সময় যত ঘনিয়ে আসছে ততই যেন উত্তাপ বাড়ছে পঞ্চায়েত ভোটের। ঝলসে যাচ্ছে বাংলার প্রতিটা প্রান্ত। সাধারণ মানুষের সঙ্গে কথা বললে সে বিষয়টা হাড়েমজ্জায় টের পাওয়া যাচ্ছে। কিন্তু উত্তাপ বাড়লেও উন্নয়ন চোখে পড়ছে কি? ভোট উৎসবের ঠিক আগেই পঞ্চায়েতের উন্নয়ন নিয়ে মুখ খুলল সাধারণ মানুষ। জল-যন্ত্রণা, বিদ্যুৎ পরিষেবা, রাস্তাঘাট, চাকরি-বাকরি এসব সমস্যার সমাধান কতটা হল? কতটা বাকী রইলো? বিগত পাঁচ বছরে পঞ্চায়েতের পারফরম্যান্স নিয়ে সাধারণ মানুষ কি বলছেন? তাদের চাওয়া-পাওয়াগুলো কত পূরণ হল? পঞ্চায়াতের ভোটের আগে উন্নয়ন নিয়ে কি বলছেন শিলিগুড়ির সাধারণ মানুষ কি বলছে? শোনাব আপনাদের।
এটা মানুষের বলার সময়। নিজেদের হকের কথাই মানুষ বলবে। উন্নয়ন হয়েছে কি হয়নি, সে কথা তাদের মুখে স্পষ্ট। আপনারা সেই খবর নিজের কানেই শুনলেন। এবার শুধু রায় দেওয়ার পালা। মনে রাখবেন, আর যাই হোক- মানুষ কিন্তু এলাকার উন্নয়নের হিসেবটা কড়ায় গন্ডায় বুঝে নেবে। কি বলছে বাংলার বাকী জেলা? জানতে হলে চোখ রাখুন বিজনেস প্রাইম নিউজের পর্দায়। জীবন হোক অর্থবহ।