Market

জাপানি সংস্থা প্যানাসনিক কেন্দ্রের পি এল আই ( প্রডাকশন লিঙ্কড ইনসেন্টিভ) স্কিমের অধীনে এই দেশে ব্যাটারি তৈরির কারখানা গড়ে তুলতে আগ্রহী। এই মাসের প্রথম দিকে এই জাপানি সংস্থাটির উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল এর সঙ্গে কেন্দ্রের শীর্ষ অফিসারদের এই ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানা গেছে। সাম্প্রতিক এই বৈঠকের পর এই দেশে তাদের ব্যাটারি কারখানা গড়ে তুলতে বেশ মোটা অঙ্কের বিনিয়োগ করার ব্যাপারে এই জাপানি সংস্থা এগোচ্ছে বলেই ধরে নেওয়া হচ্ছে।
ACC ব্যাটারি স্টোরেজ প্রকল্পের জন্য কেন্দ্র ১৮,১০০ কোটি টাকার পি এল আই স্কিম ঘোষণা করেছে। এই প্রকল্পটির আওতায় ৪ টি সংস্থাকে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু এর মধ্যে হুনডাই গ্লোবাল মোটরস খুব সম্প্রতি এই প্রকল্প থেকে নাম তুলে নিয়েছে। আর এই ছেড়ে দেওয়া অফার প্যানাসনিক নেবে বলেই ধারনা করা হচ্ছে। যদিও এই ব্যাপারে কোন মন্তব্য করেনি প্যানাসনিক।
ভারতে প্যানাসনিক তাদের কারখানা থেকে টাটা মোটরস, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, মার্সিডিজ-বেঞ্জ, হুনডাই এবং ফোক্সভাগেন গ্রুপ কে ব্যাটারি যোগান দিতে পারবে। এই সংস্থা গুলি ইলেকট্রিক গাড়ির বাজারে নিজেদের উপস্থিতি কে আরও শক্তিশালী করতে একের পর এক ব্যাটারি চালিত গাড়ি র নতুন নতুন মডেল আনছে। আর এই কারণেই প্যানাসনিকের কারখানা তাদের উপকারে আসবে। এই সংস্থা গুলি ACC ব্যাটারির ভালো গ্রাহক হতে পারে। আর ক্রেতা বাড়লে ব্যবসাও বাড়বে এবং ভারতের অর্থনীতির পথ আরও সুগম হবে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ