Daily

বি পি এন ডেস্কঃ বাড়ানো হল আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্কের সময়সীমা। কেন্দ্রের পূর্ব ঘোষণা মত গতকাল বুধবার ৩১ মার্চ ছিল আধার এবং প্যান কার্ড লিঙ্কের শেষ তারিখ। সেক্ষেত্রে মধ্যরাত পেরিয়ে গেলেই ১০০০ টাকা জরিমানার অঙ্ক ধার্য করেছিল কেন্দ্র। কিন্তু ফের সেই তারিখ আরও কিছুটা পিছিয়ে দেওয়া হল। বর্তমানে ৩১ মার্চের পরিবর্তে ৩০ জুন পর্যন্ত রাখা হল সময়সীমা।
২০১৯ সাল থেকেই আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে আধার এবং প্যান কার্ড লিঙ্ক বাধ্যতামূলক করা হয়। কেন্দ্রের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় ৩১ মার্চ মধ্যরাত পর্যন্ত কার্ড লিংক না করানো হলে জরিমানার পাশাপাশি নিষ্ক্রিয় হয়ে পড়বে প্যান কার্ডও। যার ফলে দুর্ভোগে পড়তে হত বহু মানুষকেই। যদিও শেষমেশ সময়সীমা বাড়ানোয় মিলেছে স্বস্তি।