Prime
Daily
মুখোমুখি সংঘর্ষ দুটি ট্রেনের, লাইনচ্যুত ১৩-১৪টি বগি, মৃত ৩০
By Business Prime News | June 7, 2021
Daily
ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী থাকল পাকিস্তান। রেল লাইনে গড়মিলের জন্য মুখোমুখি দুটি ট্রেনের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে কমপক্ষে ৩০ জন যাত্রীর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লাহোর থেকে করাচির দিকে যাচ্ছিল স্যার সইদ এক্সপ্রেস। এবং করাচি থেকে সাধগোধায় যাচ্ছিল মিলাট এক্সপ্রেস। লাইনের গড়মিলের কারণে মুখোমুখি চলে আসে দুটি ট্রেন। দুরন্ত গতির কারণে সংঘর্ষ হয় ট্রেনদুটির। লাইনচ্যুত হয়ে যায় ১৩-১৪টি কামরা। ঘটনাস্থলে মৃত্যু হয় কমপক্ষে ৩০ জনের। বাকি মৃতদেহগুলি উদ্ধারের কাজ চলছে। আহত হয়েছেন বহু মানুষ। উদ্ধারকার্যে উপস্থিত হয়েছে রিলিফ ট্রেন। আহতদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। ঘটনার পূর্ণ তদন্ত শুরু হয়েছে।
ব্যুরো রিপোর্ট