Market

৭০ বছরের রেকর্ড ভেঙে চুরমার, মুদ্রাস্ফীতিতে নাস্তানাবুদ পাকিস্তান। ইমরান আমলে মুদ্রাস্ফীতিতে রেকর্ড তৈরি করলো পাকিস্তান। বিরোধীদের বক্তব্য, ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান মুদ্রাস্ফীতির জেরে যে দুর্দশার মুখোমুখি হয়েছে, সেটা গত ৭০ বছরের রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। মুদ্রাস্ফীতিতে নয়া নজির গড়লো পাকিস্তান।
বিদ্যুতের মূল্য থেকে গ্যাসের খরচ, পেট্রোপণ্য সমস্ত কিছুতে হাত দিলেই কার্যত ছেঁকা খেতে হচ্ছে সেদেশের আমজনতাকে। তবে এগুলোর বাইরেও যেটা সবথেকে বেশি ভাবাচ্ছে সেটা হলো খাদ্য দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। চিনি থেকে তেল, ঘি, মুসুর ডাল, ময়দা, চীনেবাদাম সমস্ত দ্রব্যের দাম পৌঁছে গিয়েছে আকাশছোঁয়া। বিদ্যুতের পেছনে খরচ বেড়েছে ৫৭%। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি হয়েছে ৫১%। চিনির দাম প্রতি কেজি ৫৪ টাকা থেকে বেড়ে হয়েছে ১০০ টাকা। ঘিয়ের দাম বেড়েছে ১০৮%। আর ময়দা বেড়েছে ২০ টাকা প্রতি কেজিতে। যা স্বাভাবিভাবেই নাভিশ্বাস ওঠাচ্ছে মধ্যবিত্তের।
এমনিতেই সন্ত্রাসের আশ্রয়দাতা হিসেবে গোটা বিশ্বের কাছে একঘরে থাকে ইমরানের দেশ। জঙ্গী গোষ্ঠীকে মদত দেওয়ার অভিযোগে ঢুকতে হয়েছে এফএটিএফের ধূসর তালিকায়। এদিকে মূল্যবৃদ্ধির জেরে ঘরে বাইরে জনপ্রিয়তা হারাতে শুরু করেছেন ইমরান খান। এখন এই মূল্যবৃদ্ধি আটকাতে তিনি কি পদক্ষেপ নেন সেটাই দেখার।